ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আমাজনের গোলাকার কাঁচঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩২, ২৯ মার্চ ২০১৮

আমাজানের কর্মীরা যখন কাজের চাপে হাঁপিয়ে উঠবেন,  তখন তাদের প্রশান্তি দিতে চালু করা হয়েছে খুদে রেইনফরেস্ট ‘দ্য স্ফিয়ারস’। এটি এক ধরনের গোলাকার ভবন। চারদিকে স্বচ্ছ কাঁচ। কাঁচঘরের চারপাশে নির্মল প্রকৃতির ব্যবস্থা করা হয়েছে ৪০ হাজার উদ্ভিদের সাহায্যে। ঘরের ভেতর থেকেই বাইরের অনিন্দ সুন্দর পৃথিবী দেখা যায়।

সাত বছরের কর্ম পরিকল্পনা ও নির্মাণযজ্ঞ শেষে ই-কমার্স ওয়েবসাইটির কর্মীদের জন্য এটি চালু করা হয়েছে জানুয়ারির শেষদিকে।

সেখানে গিয়ে খানিকটা সময় একদম প্রকৃতির মধ্যে কাটিয়ে আসতে পারবেন। এতে ৩০টি দেশ থেকে ৪০ হাজার উদ্ভিদ এনে লাগানো হয়েছে। দেয়ালগুলোও বেশ জীবন্ত। ভার্টিক্যাল গার্ডেনিং পদ্ধতিতে ৪ হাজার বর্গফুটের দেয়ালে ২৫ হাজার উদ্ভিদ লাগানো হয়েছে।

আসুন জেনে নিই রেইনফরেস্ট ‘দ্য স্ফিয়ারস’ সম্পর্কে

  • এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ৬২০ টনের বেশি ইস্পাত, যা দিয়ে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ১৮৪ মিটার উঁচু পর্যবেক্ষণ টাওয়ার ‘স্পেস নিডল’ তিনবার তৈরি করা যেত।
  • এর নির্মাণকাজে ১ কোটি ২০ লাখ পাউন্ড কংক্রিটের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৭৫২ মাইল দীর্ঘ সড়ক নির্মাণ করা সম্ভব।
  • সম্পূর্ণ কাঠামোটি ২ হাজার ৬৪৩টি অত্যন্ত স্বচ্ছ ও শক্ত কাচের টুকরো দিয়ে মোড়া। এর প্রতিটিতে ফিল্মের একধরনের পরত আছে, যা ক্ষতিকারক রশ্মি এবং অতিরিক্ত তাপ আটকাতে সাহায্য করে।
  • সম্পূর্ণ কাঠামো যাতে মাধ্যাকর্ষণ বল, বাতাস বা ভূমিকম্পের সঙ্গে মোকাবিলা করতে পারে, সে জন্য নিচের দিকে ৪ লাখ পাউন্ড ওজনের বিম দেওয়া হয়েছে।
  • তিনটি গোলকের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। সবচেয়ে বড়, অর্থাৎ মাঝের গোলকটি উচ্চতায় ৯০ ফুট এবং ব্যাস ১৩০ ফুট।
  • ৪০০ প্রজাতির বেশি প্রায় ৪০ হাজার উদ্ভিদ রয়েছে স্ফিয়ারসের ভেতরে, যা সম্পূর্ণ প্রকৃতির আমেজ দেবে।
  • বৈচিত্র্যপূর্ণ কিছু উদ্ভিদসহ মানুষের জন্য সহনীয় পরিবেশ রাখতে দিনের বেলা গড়ে ৭২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং ৬০ শতাংশ আর্দ্রতা রাখা হয়। আর রাতে তাপমাত্রা থাকে ৫৫ ডিগ্রি ফারেনহাইট এবং আর্দ্রতা থাকে ৮৫ শতাংশ।
  • স্ফিয়ারসের সবচেয়ে বড় বাসিন্দা হলো রুবি নামের একটি উদ্ভিদ। যেটি ক্যালিফোর্নিয়ায় ১৯৬৯ সালে একটি ফার্মে লাগানো হয়েছিল। বর্তমানে রুবি উচ্চতায় ৫৫ ফুট এবং প্রস্থে ২২ ফুট।

কেআই/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি