ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন: রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:১৯, ১৫ জুলাই ২০১৮

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করার অভিযোগে মুক্তির প্রথম দিন থেকেই বিতর্কের শীর্ষে রয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’৷ ইতিমধ্যে এর বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেছে কলকাতার গিরিশ পার্ক থানায়৷ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরিচালক-প্রযোজককে কাঠগড়ায় দাঁড় করিয়ে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস নেতা রাজীব সিনহা৷ এবার নীরবতা ভেঙে সেক্রেড গেমস ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

শনিবার কংগ্রেস সভাপতি জানালেন, ভারতের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর যে অবদান রয়েছে তা কোনোভাবেই একটা ওয়েব সিরিজের চরিত্রকে দিয়ে বিচার করা সম্ভব নয়। একটি চরিত্র সেই সত্যকে পালটাতে পারবে না৷ রাহুল গান্ধীর আরও দাবি, রাজীব গান্ধী ভারতের জন্য জীবন অতিবাহিত করেছেন এবং ভারতের জন্যই প্রাণ দিয়েছেন৷

কেবল প্রয়াত বাবার সম্মান রক্ষার্থে মুখ খুলেই ক্ষান্ত হননি কংগ্রেস সভাপতি৷ পাশাপাশি টুইট বার্তায় একহাত নিয়েছেন বিজেপি ও আরএসএস-কে৷ কটাক্ষ করে বলেছেন, পুলিশ ও বল প্রয়োগ করে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করাই গেরুয়া শিবিরের কাজ৷ কিন্তু কংগ্রেস মানবাধিকারে বিশ্বাস করে৷ এই ইস্যুতে প্রথম থেকেই কংগ্রেসকে খোঁচা দিয়ে আসছে বিজেপি৷ দিন কয়েক আগেই এই ওয়েব সিরিজের কয়েকটি বিতর্কিত অংশ উল্লেখ করে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ ফলে আরও বেড়ে গিয়েছিল বিতর্কের পারদ৷

প্রসঙ্গত, সেক্রেড গেমস নামক ক্রাইম-থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে৷ সেখানেই তুলে ধরা হয়েছে কংগ্রেস সরকারের শাসনকালের একাধিক বিতর্কিত বিষয়কে৷ দেখানো হয়েছে মুম্বাইয়ের অপরাধ জগতকে৷ পাশাপাশি উল্লেখ রয়েছে ইন্দিরা গান্ধীর শাসনে জারি করা জরুরি অবস্থা এবং স্পষ্ট ছাপ রয়েছে বোফর্স কেলেঙ্কারি ও ১৯৮৫-এর শাহ বানো কাণ্ডের৷ সেখানেই দেখানো হয়েছে এই ঘটনায় কীভাবে নাম জড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর৷ এমনকি এই ওয়েব সিরিজে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ৷ এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কলকাতায় অভিযোগ দায়ের হয়৷ কেবল কলকাতা নয়, সেক্রেড গেমসের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টেও একটি মামলা রুজু হয়েছে৷ যেখানে দাবি করা হয়েছে, বিতর্কিত অংশগুলো বাদ দেওয়ার৷

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি