ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আমি এখনো মরিনি : এটিএম শামসুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১২ জুন ২০১৮ | আপডেট: ১৪:১২, ১২ জুন ২০১৮

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন।  গত সোমবার দিবাগত রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়েছিলো।  মৃত্যুর এমন ভুয়া সংবাদে ফেসবুকে লাইভে এসে ক্ষোভ ঝারেন এ অভিনেতা।

জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুর খবর শোনে অনেকেই ফেসবুকে তার জন্য শোক জানান। এমনকি তার অনেক সহকর্মীরাও তার মৃত্যুর খবর স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছিলেন। অনেকে পরপারে তার আত্মার শান্তি চেয়েও স্ট্যাটাস দিয়েছেন। সে সময় একাত্তর টিভির স্ক্রলেও এ অভিনেতার মৃত্যুর খবর প্রচার করে যাচ্ছিল।

ঠিক সে সময়ে এ অভিনেতা তখন তার পুরান ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। চারদিকে যখন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছে তার কিছুক্ষণ পরেই ফেসবুকে এক লাইভে আসেন এ অভিনেতা। এসেই ক্ষোভ ঝারেন এবং বলেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এ সময় তিনি একাত্তর টিভির ভুয়া খবর প্রচারেও সমালোচনা করেন। তিনি বলেন এবার এবং আগেও বেশ কয়েকবার যারা আমার মৃত্যুর গুজব ছড়িয়েছেন তারা ইতর লোক। আর একাত্তর চ্যানেলের মত এমন একটা চ্যানেল কীভাবে এমন নিউজ করে। তারা তো আমার বাসায় একটা ফোন করে খোঁজ নিতে পারতেন।

এ অভিনেতার স্ত্রী জানান, এটিএম শামসুজ্জামান ভালো আছেন। তিনি বাসাতেই আছেন এবং সুস্থ আছেন।

উল্লেখ্য, আগেও একাধিকবার এটিএম শামসুজ্জামানকে জড়িয়ে মৃতুর গুজব ছড়ানো হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি