ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আরও ৬৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৩ মে ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩ মে ২০১৮

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা সামাল দিতে প্রায় ১৬ হাজার মেগাওয়াট ক্ষমতার আরও ৬৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। সরকারী ও বেসরকারী খাতে নির্মাণাধীন এসব কেন্দ্রের অগ্রগতি ভালো বলেই জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো বাস্তবায়িত হলে উৎপাদন খরচও সহনীয় পর্যায়ে থাকবে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শাহরিয়ার ইমনের দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবহিকভাবে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন। ২০২৪ সালের মধ্যে দেশে আরও ১৫ হাজার ৯শ ৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে সরকারীভাবে ২০টি কেন্দ্র থেকে আসবে ৭ হাজার ৮শ ৫৭ মেগাওয়াট। আর বেসরকারী খাতের ৪৩টি উৎপাদন কেন্দ্র থেকে আসবে আরও ৮ হাজার ১শ ১০ মেগাওয়াট।

নতুন এসব কেন্দ্র উৎপাদনে আসলে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা সামাল দেয়া সহজ হবে বলেই আশা বিদ্যুৎ বিভাগের।

প্রতিনিয়ত নতুন কেন্দ্র উৎপাদনে আসায় ভবিষ্যতে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের ওপর নির্ভরতা কমানো গেলে উৎপাদন খরচও অনেকাংশেই কমানো সম্ভব।

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করার বিষযটিও ভেবে দেখা দরকার বলে মনে করছেন, বিশেষজ্ঞরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি