ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আর্থিক প্রতিবেদন তৈরি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ২০ জুলাই ২০১৮

রাজধানীতে শুক্রবার আইসিএবির কতৃক আয়োজিত ‘আর্থিক প্রতিবেদন তৈরির ধারণাগত কর্মপ্রনালী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সরকারের উদ্দেশ্য আর্থিক খাতে বিরাজমান অব্যবস্থাপনা দূর করা। ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল এ লক্ষ্যে কাজ করবে। প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে এফআরসি তার কাজ সম্পন্ন করবে। আর্থিক খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা ফিরিয়ে আনবে।

আইসিএবির প্রেসিডেন্ট দেওয়ান নূরুল ইসলাম এফসিএ স্বাগত বক্তব্য রাখেন। ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ আলোচনাটি সঞ্চালনা করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সাব্বির আহমেদ এফসিএ, পার্টনার হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, চাটার্ড এ্যাকাউন্টটেন্টস, মো. রোকুনোজ্জামান এফসিএ, পার্টনার, একনাবিক এন্ড কোম্পানী, চাটার্ড এ্যাকাউন্টটেন্টস, শেখ তারিকুল ইসলাম এফসিএ, পরিচালক-অডিট এন্ড এডভাইজরি, হুদা ভাসি চৌধুরী এন্ড কোম্পানী, চাটার্ড এ্যাকাউন্টটেন্টস এবং ওয়াসিকুল হক রিগান এসিএ, পার্টনার, মাহফেল হক এন্ড কোম্পানী, চাটার্ড এ্যাকাউন্টটেন্টস।

এ সময় আরও বক্তব্য রাখেন, ফাইনান্সিয়াল রিপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদসহ আরও অনেকে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি