ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার জন্য একই সিলেবাস ও ক্যারিকুলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১৮ এপ্রিল ২০১৭

আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার জন্য একই সিলেবাস ও ক্যারিকুলাম চালু করে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে অভিযোগ করা হয়, হেফাজত ইসলামের সাথে আতাত করে মুসলমানদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার। সমাবেশে কওমি সনদের অযৌক্তিক সরকারি স্বীকৃতি বাতিল ও আলিয়া মাদ্রাসা সংকোচন নীতি বাতিলের দাবি জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সমন্বয়ক মুফতি হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা এম এ মতিন, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার-সহ অনেকে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি