ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট নির্মাণের চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট এইচএফও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চীনের সিআরআরসি জিয়াং কোং লি:-এর সঙ্গে বাংলাদেশের মিডল্যান্ড ইষ্ট পাওয়ার লি: ও গ্রীন পাওয়ার লি: কনসোর্টিয়ামের সাথে ইপিসি (প্রকৌশল, ক্রয় ও র্নির্মাণ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


গত রোববার স্থানীয় একটি হোটেল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে তিন কোম্পানি এবং বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নকারী ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

গ্রীন পাওয়ার লি: এর ব্যবস্থাপনা পরিচালক শেখ এহসানুল হাবিব, মিডল্যান্ড ইষ্ট পাওয়ার লি: এর চেয়ারম্যান রেজাউল হাসনাত, পরিচালক ফরিদুল আলম, পরিচালক রেজ্জাকুল হায়দার  ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি