ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

আসিফের মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১২ আগস্ট ২০১৮

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বর্তমানে গান নিয়েই তার ব্যস্ততা। একের পর এক সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। এবার নন্দিত এই শিল্পীর নয়টি গান নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। এতে অভিনয় করছেন আসিফ নিজেই। পরিচালনা করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
এ প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘সিনেমাটিতে আসিফ আকবরের বিপরীতে প্রথম লটে তানজিকা আমিন কাজ করছেন। ঈদুল আযহার পর তার সঙ্গে যুক্ত হবেন প্রথম সারির একজন চিত্রনায়িকা। ওই সময় প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা। আমাদের বিশ্বাস, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি নতুন ধারার একটি কাজ হতে যাচ্ছে।’
সিনেমাটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মিউজিক্যাল ফিল্মটিতে আমি অভিনয় করছি। এ কারণে আমি খুব ভাগ্যবান। আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে। এতে অন্য একটা আসিফকে আপনারা খুঁজে পাবেন।’

জানা যায়, ফিল্মটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে দিয়েছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।
‘গহীনের গান’ প্রযোজনা করছে বাংলাঢোল। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে কুমার বিশ্বজিতের গান নিয়ে নির্মিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি