ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডের টার্গেট ৫২১ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২১ আগস্ট ২০১৮

ইংলিশদের জয়ের রথে লাগাম টেনে ধরতে এবার তাদের সামনে পাহাড়সম রানের টার্গেট দাঁড় করিয়েছে বিরাট কোহলি এন্ড কোং। কোহলির সেঞ্চুরি আর চেতেশ্বর পূজারার হাফ সেঞ্চুরির উপর ভর করে ৫২১ রানের বিশাল টার্গেট দাঁড় করায় টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৫২১ রান। হাতে আছে দুই দিন। তৃতীয় দিন কোনো ইউকেট না হারিয়ে ২৩ রান তুলেছে ইংলিশরা। অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস ব্যক্তিগত ৯ ও ১৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৯ রান তুলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশরা ১৬১ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে দারুণ পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। এতে ইংল্যান্ডকে ৫২১ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় টিম ইন্ডিয়া। প্রথম ও দ্বিতীয় টেস্ট হেরে ইতোমধ্যে খাদের কিনারে চলে গেছে টিম ইন্ডিয়া। সিরিজে ঠিকে থাকতে হলে, এ ম্যাচে জয়ভিন্ন কিছু ভাবতে পারবে না গাভাস্কারের উত্তরসূরিরা।

এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি