ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ইমরান এইচ সরকারের আত্মসমর্পণ ও জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২৩, ১৮ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টায় হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন

এর আগে ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে ইমরান ও তার সহযোগীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মে হাইকোর্টের সামনে স্থাপন করা ভাস্কর্য অপসারণের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন আসামিরা। এ ধরনের স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়েছে বলে বাদী দাবি করেন।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি