ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৮

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পাটির প্রধান ইমরান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান এবং মানব উন্নয়নের ওপর জোর দিয়ে বক্তব্য দেন। আর তার ভাষণ শোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রসংশা করেছেন। পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এই অভিনেত্রী লেখেন, আপনাকে প্রধানমন্ত্রী খান ডাকতে গর্ববোধ করছি।

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া এই ভাষণে ইমরান শিশুর যৌন নির্যাতন ঠেকানো ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

পোস্টটির সঙ্গে মাহিরা ইমরান খানের স্থিরচিত্রও যুক্ত করেছেন। তবে তার পোস্টটি নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: দ্য ডন।
এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি