ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:২০, ১ আগস্ট ২০১৮

১১ই আগস্ট শপথ নেবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেই শপথগ্রহণ অনুষ্ঠানে নাকি হাজির থাকবেন বিশ্বের মহাক্ষমতাধর রাষ্ট্রনায়ক ও নেতারা৷ এমনকী সেই অনুষ্ঠানে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও৷ উঠে আসে এমনই খবর৷ তবে মঙ্গলবার রাতে শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিতির খবর অস্বীকার করল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই৷

পিটিআইয়ের পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রনেতাদের আমন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি৷ আলোচনা স্থগিত রয়েছে৷ পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরি মঙ্গলবার রাতে বলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করার পরেই এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

এর আগে, মঙ্গলবার সকালে পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে৷ পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন৷ সবকিছু ঠিক থাকলে মোদী আসতে পারেন পাকিস্তানে৷

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বুঝতে পেরেই সাংবাদিক বৈঠক করে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ প্রধান ইমরান খান। তিনি বলেছিলেন, ‘‌কাশ্মীর সমস্যা মেটাতে আলোচনাই পথ। আর সেই পথে ভারত এক পা এগোলে পাকিস্তান দু’‌পা এগোবে।’‌ সেই বার্তার সত্যতা প্রমাণেই হয়ত ১১ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথের উপস্থিত থাকার জন্য মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল৷ তবে এখন তা অস্বীকার করছে পিটিআই৷

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ২৭২টি আসনের মধ্যে ২৭০টির ভোটে ১১৫টিতে জয়ী হয়েছে পিটিআই৷ তবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৩৭টি আসন তাদের হাতে নেই৷ বাকি আসনের জন্য বিভিন্ন ছোট দলের সঙ্গে কথা চলছে৷ আর অন্যতম বিরোধীপক্ষ পিএমএল(এন), পিপিপি পার্লামেন্ট বয়কটের পথেই হাঁটবে বলে জানিয়েছে৷

সূত্র: কোলকাতা২৪
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি