ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঈদে ছোট পর্দায় ঈশিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৭ আগস্ট ২০১৮

অবশেষে দর্শকদের অপেক্ষার পালা শেষ। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা ভক্তদের জন্য সুখবর। এবারের ঈদে তাকে দেখা যাবে ছোট পর্দায়। একটি নাটক ও টেলিফিল্মে দেখা মিলবে তার।

জুলাইয়ের শেষ প্রান্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বড় ভাই রাজীবের কাছে গিয়েছিলেন ঈশিতা। সঙ্গে তার স্বামী ও দুই সন্তান যাবির ও আযরিন। সেখানেই ঈদ করেন ঈশিতা। বিরতির পর গেল ঈদে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রাফায়েলের নির্দেশনায় ‘কাঠপেন্সিল’ টেলিফিল্মে অভিনয় করেন।

তবে ঈশিতা বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতার অংশের কাজ আমি বেশ ভালোভাবে শেষ করেছি। আমি নিশ্চিত কাজটা ভালো হবে, কারণ প্রত্যেক পরিচালকই চান তার কাজটি যেন ভালো হয়। কিন্তু তার পরও আমি দ্বিধান্বিত, কারণ ঢাকার অংশের কাজটুকু ভালোভাবে শেষ করা হয়নি।’

এই টেলিফিল্মটি এবারের ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানান ঈশিতা। সম্প্রতি কেরানীগঞ্জে এই টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন মাজনুন মিজান ও বীথি সরকার।

এ দিকে, আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য রেদওয়ান রনি নির্মাণ করেন ঈশিতাকে নিয়ে ‘ঝরা পাতার দিন’ নাটকটি। এই নাটকে অভিনয় প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘খুবই প্রস্তুতি নেয়া এবং হোম ওয়ার্ক করা একটি ইউনিট ছিল রেদওয়ান রনির। একজন শিল্পীর কাছ থেকে নির্মাতা কী চান তা বেশ গুছিয়ে বলতে পারেন রনি। ক্যামেরায় নতুন একটি ছেলে নাজমুল কাজ করেছেন, এক কথায় তার কাজে মুগ্ধ আমি। মূল কথা হলো রনির ইউনিটের প্রত্যেকের মাথায় এটি ছিল যে একটি ভালো কাজ করতে হবে। আমি খুবই আশাবাদী ‘ঝরা পাতার দিন’ নাটকটি নিয়ে।’

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কাজ নিয়ে এত ব্যস্ত যে ভালো স্ক্রিপ্ট পেলেই হলো না, সময়টাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে এটাই সত্যি আমার ভক্ত-দর্শকের কথা চিন্তা করেই আমি ‘কাঠপেন্সিল’ এবং ‘ঝরা পাতার দিন’-এ অভিনয় করেছি।’

প্রয়াত আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এরপর আর গল্প ভালো লাগেনি বিধায় নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। চার বছর আগে ঈশিতা শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘চোর গেল ভূত এলো’, ‘ভূত গেল ডাকাত এলো’ নাটকে সর্বশেষ অভিনয় করেন। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি