ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঈদে ভ্রমণপিপাসুদের জন্য পর্যটন এলাকা প্রস্তুত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৪ জুন ২০১৮

ঈদে ভ্রমণপিপাসুদের জন্য প্রস্তুত সিলেটের পর্যটন এলাকা জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল। বিপুল সংখ্যক পর্যটকের কথা মাথায় রেখে নেয়া হয়েছে ব্যবস্থা। সাজানো হয়েছে হোটেল ও মোটেল।

প্রকৃতির কন্যা সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সীমান্তের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল। আছে ছোটোখাটো আরো অনেক স্পট। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদেরও আকৃষ্ট করে এসব জায়গা।

ঈদে পর্যটক আকৃষ্ট করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।

যেসব রাস্তার মেরামত এখনো শেষ হয়নি, সেগুলো দ্রুত সম্পন্নের দাবি জাফলংয়ের ব্যবসায়ীদের।

জাফলংসহ কয়েকটি রুটে এবার বিশেষ বাসের ব্যবস্থা রয়েছে বলে জানান এই ব্যবসায়ী।

প্রত্যেকের ভ্রমণ নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ।

সিলেটে পর্যটকদের বাড়তি আকর্ষণ হযরত শাহজালাল ও শাহপরানের মাজার।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি