ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

উ. কোরিয়ার পালিয়ে আসা সেই সৈন্যের জ্ঞান ফিরেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২২ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ সেই সৈনিকের অবশেষে জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা। জ্ঞান ফেরার পর তিনি টেলিভিশন দেখতে চাইছেন।

এর আগে ১৩ নভেম্বর উত্তর কোরিয়ার সেনামুক্ত এলাকা দিয়ে পালিয়ে আসার সময় উত্তর কোরিয় সৈন্যরা তাকে ৪০ রাউন্ডের মতো গুলি করে। তাঁর শরীর থেকে ৫টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন একজন চিকিৎসক।

এর আগে ১৭ নভেম্বর চিকিৎসকরা দাবি করেন, পলাতক ওই সৈন্যের শরীরে অস্বাভাবিক মাত্রায় কৃমি বাস করছে, যা ক্ষতস্থানকে ক্রমশই সংক্রমিত করছে।

এদিকে ওই সৈনিকের অবস্থা এখনো সংকটাপন্ন বলে মনে করছেন চিকিৎসকরা। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায় ওই সৈনিক মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তাঁর মনোবল বাড়াতে হাসপাতালের দেয়ালে একটি দক্ষিণ কোরিয় পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি