ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

উচ্ছেদের ১৮ দিন পর মওদুদ আহমদের সাবেক বাড়িটি ভেঙে ফেলছে রাজউক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৮, ২৫ জুন ২০১৭

উচ্ছেদের ১৮ দিন পর বিএনপি নেতা মওদুদ আহমদের সাবেক বাড়িটি ভেঙে ফেলছে রাজউক। তাদের দাবি, অনুমোদন না থাকায় বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। মওদুদ আহমদের অভিযোগ, উচ্চ আদালতের আদেশের জন্য অপেক্ষা না করেই বাড়িটি ভেঙে ফেলা বেআইনি। 

সকাল ৮টার দিকে মওদুদ আহমদের সাবেক বাড়িটি ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে, গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। চারটি বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে বাড়ি ভাঙার কাজ করে রাজউক কর্মীরা।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষের অনুমোদন না থাকা ও নকশা সংক্রান্ত জটিলতায় বাড়িটি ভাঙা হচ্ছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মওদুদ আহমদ।

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, সম্পত্তি সরকারের, তা কি করা হবে সে সিদ্ধান্ত সরকারই নেবে, আদালত নয়।

এই সম্পত্তি পরবর্তীতে কিভাবে ব্যবহার করা হবে এ বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত জানায়নি রাজউক।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি