ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

উত্তরাঞ্চলে আমের বাম্পার ফলনে দাম কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২১ জুন ২০১৮

এবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে আমের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, রংপুরসহ উত্তরের প্রায় সব জেলাতেই আমের ফলন ভালো হয়েছে। এতে আম চাষীরা লাভবান হবে বলে ধারণা করা হলেও আমের ভালো দাম না থাকায় তেমন লাভবানের সম্ভাবনা নেই।

উত্তরের বেশ কিয়েকটি জেলায় ঘুরে দেখা গেছে, গাছে গাছে প্রচুর আম। আমগুলো পাকতে শুরু করেছে। বাজারের আমের ব্যাপক সরবরাহ। কিন্তু আমের দাম তুলনামূলক কম। কোনো কোনো বাজারে দেখা যাচ্ছে দেশীয় জাতের আমের চাহিদা একে বারেই কমে।

বাজারে অনেকে আম নিয়ে বসে রয়েছেন, কিন্তু কেনার লোক তেমন নেই। থাকলেও দাম একেবারেই কম। দাম কম হওয়ায় যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেছেন তাদের ক্ষতি হবে বলে ধারণা করছেন অনেকেই। আর বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করছেন তারা দাবি করছেন এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি