ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় করের হার বাড়বে: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ২১:১৭, ২০ মার্চ ২০১৮

নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় দেশে করের হার বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ স্বীকৃতিপত্রের কারণে বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। 

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের ২২তম আন্তঃঅফিসার্স ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অর্থমন্ত্রী মুহিত বলেন, নিম্নআয়ের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। সেক্ষেত্রে দেশে করের হারও বাড়বে। তিনি বলেন, মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করে রাজস্ব আহরণ বাড়ানো হবে।

আর্থিক সুবিধার পরিবর্তে বিশ্ব থেকে বাংলাদেশ শুধু লোন (ঋণ) আনবে জানিয়ে মুহিত বলেন, উন্নয়নশীল দেশ হওয়ায় যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা ভালোভাবেই মোকাবলা করব।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে জিডিপির হার কমানোর কোনো সম্ভাবনা নেই। 

আর/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি