ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এ দেশ নিম্ন আয়ের থাকবে না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৩ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশকে বলা হয় নিম্ন মধ্য আয়ের দেশ। কিন্তু এ দেশ কখনোই নিম্ন মধ্য আয়ের থাকতে পারে না, পারবে না। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রনালয় আয়োজিত জাতীয় জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্ভিস ডে উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয় প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন বলেছিলাম দেশ হবে ডিজিটাল। এখন প্রযুক্তির ছোয়া গ্রামে গ্রামে পৌছে গেছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ অবস্থান করছে।

প্রধানমন্ত্রী এ সময় সমুদ্র সীমা ও স্থল সীমা বিজয়ের কথা উল্লেখ করে বলেন, সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত এখন বাংলাদেশ পৌঁছে গেছে। এ উন্নয়নের যাত্রা যেন থেমে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

প্রধানমর্ত্রী এ সময় সরকারী কর্মকর্তাদের (উপসচিব পর্যায় পর্যন্ত) গাড়ির ব্যবস্থা ও আবাসন সমস্যা নিরসনে ফ্ল্যাট নির্মাণের বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে সরকারী কর্মচারীদের মেধা, যোগ্যতাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি উদ্ভাবনী শক্তিকেও কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন তিনি।

উল্লেখ্য আজ ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে। বিশ্বব্যাপী সিভিল সার্ভিস সদস্যদের জন্যই এ দিবস। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী—এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হচ্ছে।

আ আ / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি