ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এইচআইভিতে আক্রান্ত ৮৩ রোহিঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ২২:১৯, ২৩ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি আক্রান্ত ৮৩ জন রোগী পাওয়া গেছে। সরকার দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় সংসদকে এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রশ্নের জবাব দেন।

এইচআইভিতে আক্রান্ত রোগীদের মধ্যে  ২৯ জন পুরুষ, ৪১ জন নারী, সাত জন ছেলেশিশু ও ছয় জন মেয়েশিশু রয়েছে। ২৫ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব রোগীকে সনাক্ত করা হয়।

বৃহস্পতিবার বৈঠকের শুরুতে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা সরকার এইচআইভি শনাক্তকরণসহ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সময়োপযোগী পদক্ষেপের নিচ্ছে।

 

এম/এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি