ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এইচএসসির ফলে ছাত্রীরা এগিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১৯ জুলাই ২০১৮

এ বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছেন। ছাত্রদের পাশের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাশের হারে ৫ দশমিক ৯৫ শতাংশ এগিয়ে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। অনুষ্ঠানে মুখ্যসচিব নজিবুর রহমান, শিক্ষাসচিব এবং ১০ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি।

এবারই প্রথম ৫৫ দিনে এইচএসসির ফল প্রকাশিত হয়েছে। গত ২৪ মে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডসহ ১০ বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। গত বছর ফল প্রকাশ হতে লাগে ৫৭ দিন।

আজ দুপুর ১ টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে অনলাইনে ফল জানতে পারবেন। এছাড়া মুঠোফোনেও ফল জানা যাবে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি