ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এইচএসসির ফল: বিজ্ঞানে ঈর্ষণীয় সাফল্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:১৬, ১৯ জুলাই ২০১৮

এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। সারাদেশে যখন পাশের হার কমেছে, তখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাশের হার বেড়েছে। শুধু পাশের হারেই নয়, বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, এইসএইসসি পরীক্ষায় ৮টি শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৩৮ হাজার ৯০৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৫৫১ জন শিক্ষার্থী বেশি। বিজ্ঞানে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭৮জন, যা গত বছরের তুলনায় ১০ হাজার ৮৫৮ জন বেশি।

এদিকে কেবল শিক্ষার্থীর সংখ্যা-ই নং পাশের হারের দিক দিয়েও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। ১০ শিক্ষাবোর্ডের অধীনে ৬৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাশ করলেও বিজ্ঞানে পাশের হার ৭৯ দশমিক ১৪ শতাংশ, যা অন্যদের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

এদিকে জিপিএ-৫ এর দিক দিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন শীর্ষে। সারা দেশে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যখন ২৯ হাজার ২৬২ জন কেবল বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৯৭১ জন।

সরকার বিজ্ঞান শিক্ষার জোর দেওয়ার পর থেকেই বিজ্ঞানে ঈর্ষণীয় সাফল্য আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

যেভাবে মুঠোফোনে জানা যাবে ফল

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে মিলবে ফল।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবেন। পরের এসএমএসে তাঁরা ফল পেয়ে যাবেন।

কারিগরি শিক্ষা বোর্ড ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরের এসএমএসে ফল জেনে যাবেন শিক্ষার্থীরা।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি