ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

একটা কলার দাম ১ লাখ ১০ হাজার টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২১ এপ্রিল ২০১৮

অনলাইনে তিনি মাত্র একটি কলা কিনেছিলেন৷ আর তার জন্য বিল এল ৯৩০ পাউন্ড? বাংলাদেশি মু্দ্রায় যার দাম প্রায় লাখ ১০ হাজার টাকা? কলা খাবেন কি, বিল দেখে তো চক্ষু চড়কগাছ ওই নারীর।

ঘটনাটি ঘটেছে গ্রেট ব্রিটেনের নাটিংহামে৷ ওই নারীর নাম ববি গার্ডন৷ ব্রিটেন সুপারমার্কেটের চেন আসদায় তিনি একটি কলার অর্ডার দিয়েছিলেন৷ যখন কলাটির অর্ডার দেন, তার দাম ছিল ১০০ পাউন্ডেরও কম৷ খুব স্বাভাবিক বিষয়৷ একটা কলার আর কত দাম হতে পারে? কিন্তু যখন অর্ডার বাড়িতে এল, অবস্থা দেখে ভিরমি খাওয়ার মতো অবস্থা ববির৷ যেখানে তিনি মাত্র ১১ পেনি দিয়ে কলাটি অনলাইন কিনতে চেয়েছিলেন, তার জন্য তাকে দিতে হল ৯৩০.১১ পাউন্ড৷

১৭ এপ্রিল ট্যুইটারে তিনি সেই কলার ছবি পোস্ট করেন৷ সেই সঙ্গে এই ভয়ঙ্কর খবরটি দেন৷ সংবাদমাধ্যমে প্রকাশ ববির ক্রেডিট কার্ডের ফ্রড টিম সেই পেমেন্ট থামিয়ে দেয়৷ এ ঘটনার পর আসদার এক কর্মী ক্ষমা চেয়েছেন৷ তিনি বলেছেন, বিলটি “স্লিপ আপ” হয়েছে৷

তবে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গত বছর ফেব্রুয়ারিতে অনলাইনে একটি ফোনের অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি৷ তার পরিবর্তে ওই ব্যক্তির হাতে এসেছিল একটি সাবানের বার৷

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি