ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

একদিনেই সাড়ে ৬লক্ষ টাকা জরিমানা আদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৭ জুলাই ২০১৮

একদিনে সাড়ে ছয় লক্ষ টাকার ওপরে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপ)। সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গতকাল সোমবার আদায় করা আর্থিক জরিমানার পরিমাণ ছয় লক্ষ ৫৪ হাজার তিনশ’ টাকা। ৯০টি প্রতিষ্ঠানকে জরিমানা করে এই অর্থ আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (কার্যক্রম) আফরোজা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশে বাজার অভিযান পরিচালনা করে ৮৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে আদায়কৃত মোট জরিমানার পরিমাণ ছয় লক্ষ ২৪ হাজার তিনশ’ টাকা। আর অধিদপ্তরে ভোক্তার এক লিখিত আবেদনের প্রেক্ষিতে জরিমানা করা হয় আরও একটি প্রতিষ্ঠানকে। ঐ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

অধিদপ্তর থেকে জানানো হয়, আদায়কৃত এই মোট অর্থের মধ্যে থেকে সাড়ে সাত হাজার টাকা পরিশোধ করা হয় লিখিত অভিযোগকারীকে। বাকি ছয় লক্ষ ৪৬ হাজার আটশ’ টাকা জমা করা হয় রাষ্ট্রীয় কোষাগারে।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি