ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাকড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৩ আগস্ট ২০১৭

ছবি : সংগৃহিত

ছবি : সংগৃহিত

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একাত্তর টেলিভিশনের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাক করে দিয়ে হ্যাকররা লিখেছে, ‘ইসলাম বিদ্বেষী কার্যক্রমের জন্য আমজনতা ওয়েবসাইটি হ্যাক করেছে।’

সাইটটিতে ঢুকে দেখা গেছে, হ্যাকিংয়ের পর ওই হ্যাকার গ্রুপ থেকে বলা হয়েছে, ‘নাস্তিক মিডিয়া: ইসলাম বিদ্বেষী কার্যক্রম বন্ধ করো’।

বুধবার সন্ধ্যায় সাইটটি হ্যাক করে এতে আরবী গানও জুড়ে দিয়েছে হ্যাকাররা। তবে কোথা থেকে সাইটটি হ্যাক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

ওয়েবসাইটটির অ্যাডমিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘Dont Dare To Try Recover Your Site!!! First A Fall Share This news In your own Channel That You Got Hacked!!! We Will Give You Full Access Back! If You try to recover witout sharing news we will down your server for ever.’


বুধবার সন্ধ্যা ৭টার পর থেকে কেউ সাইটে ঢুকতে পারেনি। ওয়েবসাইট হ্যাকের বিষয়টি নিশ্চিত করে একাত্তর টিভির পরিচালক (নিউজ) ইশতিয়াক রেজা অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, এই হ্যাকিংয়ের জন্য মৌলবাদীরাই দায়ী।

একাত্তর টিভির আইটি বিভাগ  বিভাগ থেকে বলা হয়েছে, তারা এটা উদ্ধারে কাজ করছেন। খুব তাড়াতাড়িই এটি উদ্ধার করতে সক্ষম হবেন তারা।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি