ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

একুশে পদক পেলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৮

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০১৮ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক তুলে দেন। এ ছাড়া মরণোত্তর একুশে পদক গ্রহণ করেন পুরস্কারপ্রাপ্তদের স্বজনরা।

এ সময় অন্যদের মধ্যে ভাষা সৈনিক প্রয়াত আ জা ম তকীয়ুল্লাহ ভাষা আন্দোলন ক্যাটাগরিতে, প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদিকে শিল্পকলায় অভিনয় ক্যাটাগরিতে এবং ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হককে গবেষণা ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, খুরশীদ আলম, মতিউল হক খান, বেগম মীনু হক, নিখিল সেন, কালিদাস কর্মকার, গোলাম মোস্তফা, রণেশ মৈত্র, অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল ইসলাম ও খালেকদাদ চৌধুরী।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি