ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

একুশের তথ্যভাণ্ডার

প্রকাশিত : ১৬:৪৩, ৩০ জানুয়ারি ২০১৮

পাচার করে পাচারকারী পালালো দূর দেশে,

পুলিশ-রাজা সুযোগ বুঝে ধরলো তাকে শেষে।

ক্রাইম ঘটিয়ে ক্রিমিনাল তুই যেখানেই যাস ভাই,

`একুশের চোখ`- এর নজর থেকে মিলবে না রেহাই।

 

টেকনোলোজি ফার্স্ট হয়েছে, রিমোট টিপে ঘরেই বসে-

জানতে পারবে কোন গ্রহ উঠেছে কোন মহাকাশে।

 

বিজনেস যদি করতে চাও, তাও করতে পারো-

`ই-কমার্স` হেল্প করবে, চিন্তা এখন ছাড়ো।

ঘরেই বসে ` আউট সোর্সিং` কেমন করে হয়!

টেকনোলোজির কাছে এসব ইম্পসিবল নয়।

 

সরল সঠিক পুণ্য পথে গড়তে জীবন বিধান,

জিজ্ঞাসাতেই পাবে ধর্মের সঠিক সমাধান।

 

ইন্টারেস্টিং ক্রিকেট ম্যাচে সাকিব মারে ছয়,

পল্টু মিয়া খাটেই বসে বলে ` বাংলা জয়`।

`লাইফস্টাইল` দেখে খোলো জীবনের নতুন ফাইল,

`ইটিভি ভ্রমণ` দেখে ঘুরে আসো পৃথিবীর শত মাইল।

 

`এন্টারটেইনমেন্ট` দেখো সুযোগে, অবসরে শুনো গান,

`ইটিভি স্বাস্থ্য` দেখে গড়ে তুলো জীবনের প্রাণ।

পাহাড়-চূড়ায়, কুটির ঘরে তোমার বসবাস

তবুও একুশে টিভি পুরায় তোমার মনের আশ।

 

লেখক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি