ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

একে একে সরে দাঁড়াচ্ছেন নাজিবের সব আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৬ জুন ২০১৮ | আপডেট: ০৯:০৪, ৬ জুন ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আইনি পরামর্শকের দল থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির শীর্ষ দুই আইনজীবী। তারা হলেন এম পুরাভালেন ও কৌঁসুলি মোহাম্মদ ইউসুফ জায়নাল আবেদিন। এর আগে গত ২১ মে আইনজীবী হার্পাল সিং গ্রেওয়াল ও এম আথিমুলনা নিজেদের নাজিবের আইনি পরামর্শকের দল থেকে সরিয়ে নেন।

আইনজীবী এম পুরাভালেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে আমরা এ সিদ্ধান্তে এসেছি। গত ২৫ বছর ধরে আইন ব্যবসা করে আসা পুরাভালেন বলেন, এটি এক ধরনের সৌহার্দপূর্ণ বিচ্ছিন্নতা। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। আরেক আইনজীবী মোহাম্মদ ইউসুফ বলেন, গত রাতে আমি ঘুমাতে পারিনি। আজ আমাকে ঘুমাতে হবে।

গত মাসে দেশটির জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন নাজিব রাজাক। মালয়েশিয়ার ‘ওয়ানএমডিবি’ প্রকল্পের আওতায় কজয়েক মিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ করে নাজিব রাজাক, এমন অভিযোগে গত ২২ মে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন নাজিব।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি