ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এবার উল্টো পথে ধরা খেলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:১০, ২৭ সেপ্টেম্বর ২০১৭

উল্টো পথে চলতে গিয়ে এবার রাজধানীর বিজয় সরণিতে ট্রাফিক পুলিশের কাছে ধরা খান সিআইডির এক অতিরিক্ত ডিআইজি। পরে ৪০০ টাকা জরিমানা দিয়ে সঠিক পথে ফিরে যেতে বাধ্য হন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও ফ্লাইওভারের সড়কে উল্টো দিক দিয়ে বিজয় সরণি গোলচত্বরে প্রবেশমুখে ঢাকা-মেট্রো-চ-১৪-২০৮৫ নাম্বারের পাজেরোটিকে আটকে দেয় ট্রাফিক পুলিশ।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে পুলিশের ওই অতিরিক্ত ডিআইজি ছাড়াও মোটরসাইকেলসহ ৩২টি গাড়িকে জরিমানা ও মামলা করা হয় বলে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানান।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিজয় সরণিতে উপস্থিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, সড়কে উল্টো পথে চলা শুধু বেআইনি নয়, অপরাধও বটে।

এছাড়া উল্টো পথে চলায় সঠিক পথের পথচারী ও যানবাহনকে বিপাকে পড়তে হয়। ট্রাফিক শৃঙ্খলা ভেঙে যায়।

উল্টো পথে কেউ যাতে চলতে না পারে সেজন্য জোরালো অভিযান শুরু করেছি। এটা উল্টো পথে চলতে অভ্যস্তদের জন্য একটি মেসেজ। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গতকাল সমবায় সচিবসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকতা, পুলিশ কর্মকতা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের গাড়ী উল্টো পথে চলতে গিয়ে জরিমানার শিকার।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি