ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এবার গণস্বাক্ষর ও স্মারকলিপির কর্মসূচি বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি দিয়েছে দলটি। আজ বেলা ১১ টার কিছু সময় পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ ফেব্রুয়ারি গণস্বাক্ষর, ১৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি ঢাকা ছাড়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে দলটি।

কর্মসূচি ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন,  উল্লেখিত কর্মসূচি ছাড়াও আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করতে চাই। এজন্য কয়েকদিনের মধ্যে অনুমতি চাওয়া হবে। আশা করি প্রশাসন আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দিতেই সরকার নীলনকশা করছে। এ কারণেই পুলিশ প্রশাসন বিএনপি সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি