ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এবার ৫০ লাখ নতুন ভোটার: ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:২৬, ১৭ জুলাই ২০১৭

ভোটার তালিকায় এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, ২৫ জুলাই থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে ৯ আগস্ট পর্যন্ত।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ভোটার হালনাগাদকরণ ২০১৭ সমন্বয় কমিটির সভা শেষে ইসির সচিব এম আবদুল্লাহ এসব কথা বলেন।

ইসির সচিব এম আবদুল্লাহ জানান, ২০০০ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম কিন্তু এখনো ভোটার হতে পারেননি তাঁরা এবার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সচিব এম আবদুল্লাহ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বা বিদেশিরা যাতে ভোটার হতে না পারে সে জন্য ৩০টি উপজেলায় বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ কমিটি করা হয়েছে। এই কমিটি কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন তা নজরদারি করবে।

ইসির সচিব বলেন, নারী ভোটার বাড়ানোর ক্ষেত্রে এবার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি