ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এমপিওভুক্তির জন্য আন্দোলনের প্রয়োজন নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:০০, ১৯ জানুয়ারি ২০১৮

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এমপিওভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়েজন নেই। প্রধানমন্ত্রী বলেছেন এমপিওভুক্তির ব্যাপারে নীতিমালা তৈরা করা হবে। নীতিমালায় যারা এমপিওভুক্তির আওতায় পড়বেন তারাই হবেন।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আমাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ কষ্ট বুঝতে পারেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তার আশপাশ দিয়ে বুলেট ঘুরে। তবে আল্লাহ্ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারবে না।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ।

 

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি