ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এরদোগানের জন্য ১০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:১৯, ৯ জুলাই ২০১৮

বাংলাদেশ সরকার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য ১০০ কেজি আম উপহার হিসেবে পাঠিয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় এরদোয়ানের অভিষেক অনুষ্ঠান হবে। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে হবে এরদোগানের এই অনুষ্ঠান।      

ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অংশগ্রহণ করছেন। সঙ্গে উপহার হিসেবে নিয়ে গেছেন ১০০ কেজি মৌসুমী ফল আম। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান- এর অভিষেক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে পরিকল্পনামন্ত্রী তুরস্কের রাষ্ট্রপতির জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়ে গেছেন।  

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি