ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

এলন মাস্কের স্বয়ংক্রিয় ট্রাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মালামাল পরিবহনের ট্রাকের উন্নয়নে খুব একটা আগ্রহ দেখা যায়নি এতোদিন। তবে হঠাৎ করেই প্রথম মাঠ গরম করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক।

বৈদ্যুতিক ট্রাক টেসলা সেমি প্রকাশ করে এক অনুষ্ঠানে বলেছিলেন, সেমি এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ, আরামদায়ক, শক্তিশালী এবং মাইলপ্রতি সবচেয়ে কম জ্বালানি খরচ করা ট্রাক।

এলন মাস্কের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক এই ট্রাকটি প্রায় ৩৭ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। আর এই ৩৭ টন নিয়েই শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিবেগ পাওয়া যাবে মাত্র ২০ সেকেন্ডে। আর খালি হলে এই গতি পেতে সময় লাগবে মাত্র ৫ সেকেন্ড।

মাত্র ৩০ মিনিটের চার্জে ৪০০ মাইল পর্যন্ত চলবে স্বয়ংক্রিয় এই ট্রাকটি। অটোপাইলট ব্যবস্থায় রাস্তার লেন মেনে চলা ট্রাকটি প্রয়োজন অনুযায়ী ব্রেকও কষতে পারে। ট্রাকটি প্রতি মাইলে ২ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করবে। এর উৎপাদন শুরু হবে ২০১৯ সাল থেকে।

সূত্র: টেসলা

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি