ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কর্মসংস্থানের জন্য হিজড়াদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার: মেনন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ২৩ জুন ২০১৮

হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য সরকার তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।  শনিবার সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হিজড়া সম্প্রদায়। দেশে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীর কোনো জরিপ নেই। তবে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হিজড়ার সংখ্যা ১১ হাজার ৩৯ জন।

রাশেদ খান মেনন জানান, হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য তাদেরকে যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেগুলো হলো-হেয়ারকাটিং, বিউটিফিকেশন, প্রাইভিং, মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, অটোমোবাইল, সিকিউরিটি গার্ড, আনসার, ভিডিপি, নাসিং, ওয়ার্ড বয়, কৃষি, মৎস ও পশুপালন, কম্পিউটার, সেলাই, কাটিং, ব্লক, বাটিক ও হস্তশিল্প।

এসব ট্রেডে তাদের জন্য ৫০ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে হিজড়াদের পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি