ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কলেজ ছাত্র খুন: ৩ আসামির ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০৪, ১ নভেম্বর ২০১৭

গাজীপুরে ১৫ বছর আগে ঘটে যাওয়া কলেজ ছাত্র খুনের ঘটনায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া উভয়পক্ষের শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


দণ্ডিতরা হলেন- কালীগঞ্জের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৫), মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭) ও কফিল শেখের ছেলে জাকির (৩৭)।


আদালত সুত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ অক্টোবর কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র আলমগীরকে কলেজে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করে ওই তিন যুবক। ঘটনার পরদিন নিহতের বাবা তিনজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মামলার পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান। আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাইভেট পড়া নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিন আসামি। পরে আলমগীরকে সুযোগ বুঝে হত্যা করেন ওই তিন আসামী।
# এমজে/ এআর

   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি