ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কাঁচামাল সরবরাহের দ্বন্দ্বে বাড্ডায় খুন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৪৯, ২৪ এপ্রিল ২০১৮

রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানের ভাই নিহতের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফুল করিম।

এদিকে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন নিহত কামরুজ্জামানের স্ত্রী।

গত রোববার রাজধানীর বাড্ডায় স্থানীয় সাংসদ রহমতুল্লাহ ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হন জাহাঙ্গীর আলমের ছোট ভাই কামরুজ্জামান।

একটি কোম্পানীর কাঁচামাল সরবরাহ নিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুজ্জামানের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

নিহত কামরুজ্জামানের পরিবার জুড়ে এখন শোকের মাতম। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি তার স্ত্রীর।

এদিকে পুলিশ বলছে, কামরুজ্জামান হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুজে বের করা হবে। এ ঘটনায় বাড্ডার বেরাইদ এলাকায় বিরাজ করছে আতংক আর উত্তেজনা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি