ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কাতার বিশ্বকাপেও খেলবেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৪০, ১ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের চলতি আসরের নকআউট পর্ব শুরুর পর ট্রাজেডি হয়ে রইলো প্রথম দুই ম্যাচ। একই রাতে বর্তমান ফুটবলের আসর থেকে বিদায় নিল দুই নক্ষত্র।

প্রথম ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বিদায় নিলেন লিওনেল মেসি ও পরের ম্যাচে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো।

এরইমধ্যে প্রশ্ন উঠেছে, ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন রোনালদো? নাকি গ্যালারিতে বসেই সাবেক হয়ে উৎসাহ দেবেন পরবর্তী তরুণ  প্রজন্মকে!

এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আকাঙ্ক্ষা কথা ব্যক্ত করেছেন ৩৩ বছর বয়সী রোনালদো। কাতারই তার শেষ বিশ্বকাপ হবে বলে জানিয়ে এই তারকা বলেছেন, আমি সেখানে খেললে খুশি হবো।আমি নিশ্চিত কাতারেই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে।

কাতার বিশ্বকাপে অবশ্যই খেলতে পারবেন রোনালদো তবে এক্ষেত্রে ফিটনেস ধরে রাখতে হবে তাকে।এছাড়া ২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধও রয়েছেন এই তারকা।

কেআই/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি