ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কায়রো কেন মেয়েদের জন্য বিপজ্জনক শহর?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩২, ২০ অক্টোবর ২০১৭

মিশরের রাজধানী কায়রোকে মেয়েদের জন্য `সবচেয়ে বিপজ্জনক` শহর হিসেবে বলা হচ্ছে। পৃথিবীর বড় বড় মেগাসিটিগুলোর উপর টমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত একটি আন্তর্জাতিক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

পৃথিবীজুড়ে নারীদের জন্য ঝুকিপূর্ণ এমন মহানগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে সপ্তম স্থানে, তবে যৌন সহিংসতার দিক থেকে ঢাকার অবস্থান চতুর্থ।

বিশ্বের ১৯টি মেগাসিটিতে পরিচালিত এই জরিপে নারী ইস্যুতে বিশেষজ্ঞদের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে, যৌন সহিংসতা থেকে মেয়েরা ঠিক কতোটা সুরক্ষিত।

জরিপে দেখানো হয়, বড় শহরের মধ্যে লন্ডন সবচেয়ে বেশি নারীবান্ধব, এরপরেই রয়েছে টোকিও ও প্যারিস।

আর কায়রোর নারী অধিকার কর্মীরা বলছেন, দেশটির পুরনো প্রচলিত প্রথাগুলোই নারীদের প্রতি বৈষম্যের জন্য বেশি দায়ী এবং নারীদের জন্য প্রগতিশীল কোনো পদক্ষেপ নেয়াও সেখানে কঠিন।

তাদের মতে, ভালো স্বাস্থ্যসেবা, অর্থ ও শিক্ষার মতো বিষয়গুলোতেও নারীর জন্য সুযোগ কম।

মিশরের সুপরিচিত সাংবাদিক শাহিরা আমিন গণমাধ্যমকে বলছেন, শহরের সবকিছুই নারীর জন্য কঠিন এমনকি রাস্তায় হাঁটতে গেলেও বিভিন্ন হয়রানির শিকার হতে পারে একজন নারী।

নারীদের জন্য বিপজ্জনক মেগাসিটির তালিকায় কায়রোর পরেই আছে পাকিস্তানের করাচী এবং কঙ্গোর কিনসাসা।

আর যৌন হয়রানি বা ধর্ষণের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ শহর হলো ভারতের দিল্লী ও এরপরেই আছে ব্রাজিলের সাও পাওলো।

কেআই/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি