ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কারো মুখাপেক্ষী নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩০, ৯ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

কারও মুখাপেক্ষী হয়ে নয় বরং যোগ্যতার প্রমাণ দিয়ে নিজের পায়ে দাঁড়াতে নারীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। নারী-পুরুষ সবাই মিলে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে অবদান রাখতে হবে।

রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ২০০৮ সালে আমরা সরকার গঠনের পর থেকেই নারীদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছি।

নারীরা সমান সুযোগ পেলে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। ব্যাংকগুলোর এসএমই (স্মল এন্ড মিডিয়াম আন্ট্রেপ্রিনারশিপ) খাতে নারীদের স্বল্প সুদে ঋণ দিচ্ছে।

অন্যান্যদের চেয়ে ৫-৬% কম হারে যাতে নারীরা ঋণ নিয়ে উদ্যোক্তা হতে পারে সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সুযোগ কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নারীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এমজে/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি