ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কৃষককে সুরক্ষা দিতে শস্যবীমা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ২২ জুলাই ২০১৮

শস্য উৎপাদনে প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষককে সুরক্ষা দিতে শস্যবীমা চালু করার কথা জানিয়েছে সরকার। আর কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দ্রুত শস্যবীমা চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশের প্রায় ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই হুমকির মুখে পড়ে কৃষি পণ্যের উৎপাদন।
এমন বাস্তবতায় প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে কৃষককে সুরক্ষা দিতে শস্যবীমা চালুর পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাদের মতে, এরফলে কৃষক যেমন ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবে, তেমনি স্থিতিশীল থাকবে নিত্যপণ্যের বাজার।
ভর্তুকী ছাড়া শস্যবীমা মডেল চালু করা সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে অনিয়ম বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন বলেও জানান তারা।
কৃষিখাতকে সুরক্ষা দিতে শস্যবীমা চালুর কথা ভাবা হচ্ছে বলে জানালেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।
সাধারণ বীমার আওতায় কীভাবে শস্যবীমা কার্যকর করা যায়, তা নিয়েও পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে বলে জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি