ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কোটা আন্দোলনের নেতা তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:০৫, ৭ জুলাই ২০১৮

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেকের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে। তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

কোটা আন্দোলনকারীদের অভিযোগ, গত ২ জুলাই বিকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল বের করলে ছাত্রলীগ এতে হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তরিকুলকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি, লোহার পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। প্রথমে জানা যায় আঘাতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙে যায়। পরে চিকিৎসকরা জানান, তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙ্গে গেছে। বর্তমানে রাজশাহী নগরীর রয়্যাল হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।

তরিকুলের তত্ত্বাবধানে থাকা রয়্যাল হাসপাতালের চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানান, তরিকুলের ডান পা ভেঙেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়।

তিনি বলেন, ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। অস্ত্রোপচার করার দরকার হবে কিনা সেটা এক্স রে প্রতিবেদন হাতে এলে জানা যাবে। তবে দীর্ঘসময় তাকে চিকিৎসা নিতে হবে।

তরিকুল জানান, কোমরের ঠিক উপরের জায়গায় প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন তিনি। ক্রমে তা বাড়ছে। একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে কেউ ভারী বস্তু দিয়ে সেখানে আঘাত করছে।

গত ২ জুলাই হামলার পর পাঁচদিন চিকিৎসাধীন থেকেও তরিকুলের শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। শরীরজুড়ে প্রচন্ড ব্যাথা। বাম পায়ে বড় কোনো আঘাত না থাকলেও ডান পা নড়াচড়া করলে পুরো শরীর ব্যাথা করছে। হাসপাতালের বেডে উঠে বসতেও পারছেন না তরিকুল।

শারীরিক অবস্থা সম্পর্কে তরিকুল জানান, তার শরীরে খুব ব্যথা। মেডিসিন নিচ্ছেন নিয়মিত। প্লাস্টার খোলা হয়েছে, ডান হাটুর নীচে থেকে একদিকে হেলে গেছে। তরিকুলের মনে হচ্ছে কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা। বসতেও পারছেন না। কোমরের ঠিক উপরের দিকে ব্যাথা। অসহ্য যন্ত্রণা অনুভব করছেন।

তরিকুলের ওপর নৃশংস হামলার সেই ভিডিও

 

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি