ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কোহেলি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অনিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১৪ আগস্ট ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অনিশ্চিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহেলি। এর কারণ হিসেবে জানা গেছে তার পুরানো সেই কোমরের ব্যথা। কোমরের ব্যথার কারণে লর্ডস টেস্টে ভালোভাবে ফিল্ডিং করতে পারেননি। ব্যাটিংয়ে স্বস্তিতে ছিলেন না বলে জানা গেছে।

পুরনো সেই কোমরের চোট আবারও ফিরে আসায় ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেই জানা গেছে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোট তার সঙ্গী। সেবার তার খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজেও।

লর্ডস টেস্ট থেকে নটিংহ্যাম টেস্টের বিরতি পাঁচদিন হওয়ায় চোট সেরে ম্যাচে ফেরার আশা ভারত অধিনায়কের।

লর্ডস টেস্টে ব্যর্থতার পর ভারতজুড়ে কোহলিদের নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরাও ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় মুখর।

নির্বাচকদের জবাবদিহিতার সামনে পড়তে হতে পারে কোচ রবি শাস্ত্রী ও কোহলিকে। এমন কঠিন সময়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় এই অধিনায়ক।

ফেসবুকে কোহলি লেখেন, কখনও আমরা জিতি, কখনও শিখি। আপনারা আশা হারাবেন না। আমরাও আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যে, হাল ছেড়ে দেব না। এই টেস্টে কোহেলি না খেলতে পারলে ভারতের ব্যাটিংয়ে বড় ধরণের বিপর্য ঘটতে পারে বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি