ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ক্রোমের ভুয়া অ্যাড ব্লকারস ব্যবহারকারী ২কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৫, ২০ এপ্রিল ২০১৮

বিশ্বব্যাপী দুই কোটি গুগল ক্রোম ব্যবহারকারীর ভুয়া অ্যাড ব্লকারস এক্সটেনশন ব্যবহার করেছেন। সম্প্রতি ‘অ্যাডগার্ডনামে একটি প্রতিষ্ঠানের এক রিপোর্টে তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যাডরিমুভার ফর গুগল ক্রোম, ইউব্লক প্লাস, অ্যাডব্লক প্রো, এবং এইচডি ফর ইউটিউবের মত এক্সটেনশনগুলো ভুয়া। সেগুলো ব্যবহারকারীদের সঠিক সেবা দিচ্ছে না। গুগল ক্রোমের এক্সটেনশন দেখার রিভিউ দল ঠিকভাবে যাচাই বাছাই করে এপ্রুভ করাতে এই সমস্যা হয়েছে।

অ্যাডরিমুভার ফর গুগল ক্রোম এক্সটেনশানে ব্যবহারকারী এক কোটির বেশি। ইউব্লক প্লাস, অ্যাডব্লক প্রোয়ের ব্যবহারকারী যথাক্রমে ৮০ ও ২০ লাখ। এছাড়া এইচডি ফর ইউটিউবের ব্যবহারকারী ৪ লাখের বেশি।

ওয়েবসাইট বিভিন্ন  বিজ্ঞাপন প্রদর্শিত হয়। অনেকের কাছে বিজ্ঞাপনগুলো পছন্দ হয় না কিংবা কোন সাইট ব্রাউজ করার সময়  বিজ্ঞাপনগুলো বিরক্তির কারণ হয়। এই ঝামেলা থেকে বাঁচতে মূলত ব্রাউজারে অ্যাডব্লক এক্সটেনশন ব্যবহার করা হয়।

অ্যাডগার্ড নামে প্রতিষ্ঠানটি অ্যাড ব্লক সফটওয়্যার তৈরি করে থাকে। তবে বিষয়টি নিয়ে গুগলের পক্ষ থেকে এখনো কোন বক্তব্যে পাওয়া যায়নি।

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি