ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:৪১, ১৮ আগস্ট ২০১৮

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধদের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকী তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত বিখাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন-পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, কেন্দ্রীয় নেতা এলটন চাকমা, যুব ফোরাম নেতা পলাশ চাকমা ও জিতারন চাকমা। তাৎক্ষণিকভাবে অপর দু’জনেরর পরিচয় পাওয়া যায়নি।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে শহরের স্বনির্ভর বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক বলেন, ইউপিডিএফের প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই পক্ষ গোলাগুলিতে জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওই এলাকার বাসিন্দা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য অমল বিকাশ ত্রিপুরা জানান, আমরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। ঘর থেকে বের হতে পারছি না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি