ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার কোনো ইচ্ছা নেই: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার কোনো ইচ্ছে আমাদের নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালত ও বিচারব্যবস্থা স্বাধীন। নিরপেক্ষভাবেই আদালত এই রায় দিয়েছেন। এখন বিএনপির উচিত আইনগতভাবে এই মামলার মোকাবিলা করা।’

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইনি কারণে কেউ নির্বাচনের বাইরে থাকলে সরকারের করার কিছু নেই। হুমকি ধমকিতে আইনের ব্যত্যয় ঘটবে না। খালেদা জিয়ার ব্যাপারে স্বাধীন আদালত স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবেন। পুরো বিষয়টাই এখন আদালতের এখতিয়ারে। আমাদের কিছু করার নেই। তাঁকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছে আমাদের নেই। নির্বাচন একটি সাংবিধানিক প্রসেস (প্রক্রিয়া)। সাংবিধানিক প্রক্রিয়াই নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা হলেও আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় রায় দিয়েছেন দাবি করে এই মামলা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু মনে করি, বিএনপি এখন রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল করতে পারে। আপিলের পর জামিন চাইতে পারে। আপিলের পর আদালত জামিনের বিষয়টি বিবেচনা করবেন। আদালত স্বাধীনভাবেই বিষয়টি বিবেচনা করবেন বলে আমি মনে করি।’

এসি/



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি