ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নারী প্রার্থী নেই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২২ এপ্রিল ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১ ওয়ার্ডে ১৭০ কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজনও নারী প্রার্থী নেই। মোট ভোটার সংখ্যার অর্ধেক নারী ভোটার তাই এমন প্রার্থী প্রত্যাশা করছেন, যিনি নারী বান্ধব সিটি করপোরেশন গড়তে সহায়ক হবেন।

খুলনা সিটি করপোরেশনের মোট ৪ লাখ ৯৩ হাজার ৯৩ ভোটারের মধ্যে ২লাখ ৪৪হাজার ১শত ৭জন নারী। নারীর ক্ষমতায়ন, নারী অধিকার নিশ্চিত করাসহ নারীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে-- এমন প্রার্থীকেই চান তারা।

নারী নেত্রীরা বলছেন, সংরক্ষিত আসন নয় সাধারণ আসনকে নারীর জন্য সংরক্ষিত করতে পারলে তাদের কাজ করা আরো সহজ হবে।

নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরো সুদৃঢ ও আস্থাশীল হতে হবে বলে মনে করেন এই নাগরিক নেতা।

তবে রাজনৈতিক দলগুলো স্থানীয় নেতারা বলছেন, সাধারণ কাউন্সিলর পদের কর্মক্ষেত্র নারীবান্ধব নয়।

নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এবারের নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা পাবে, এমনই মনে করছেন নগরবাসী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি