ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

খাসি ২০ থেকে ২২টাকা

গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২০ আগস্ট ২০১৭

ঈদুল আজহায় গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুটে গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। ঢাকার বাইরে এই দাম ১৫ থেকে ১৭ টাকা।


দাম নির্ধারণের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া যাই হোক না কেন প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। চামড়া যাতে পাচার না হয় সেজন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


তোফায়েল আহমেদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা হওয়ার ৩০ দিন পর্যন্ত সীমান্ত এলাকায় যাতে চামড়া পাচার নাহয় সেজন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) ব্যবস্থা নেবে। এর মধ্যেই তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবেন। আমার কোনো ধারণা নেই। চামড়ার এই দর গতবারের সমানই রাখা হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে বাণিজ্যসচিব, শিল্প সচিব, চামড়াশিল্পে জড়িত ব্যবসায়ীরা ছিলেন।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি