ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাছের শিকড়ে আসবাব বানিয়ে ভাগ্য বদল (ভিডিও )

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:১৮, ১০ মে ২০১৮

গাছের শিকড় দিয়ে ভাগ্য বদলেছেন বান্দরবানের লাল পিয়ান সাং। পাহাড়ের বন থেকে ও বর্ষার সময় ঝিরি বেয়ে ভেসে আসা শিকড় সংগ্রহ করে তৈরি করছেন চেয়ার, টি-টেবিল, শো-পিচ ও ফুলদানী-সহ নান্দনিক আসবাবপত্র। আর এসব শিল্পকর্ম বিক্রি করে পরিবার নিয়ে স্বচ্ছল জীবন-যাপন করছেন লাল পিয়ান সাং।

পাহাড়ের বন থেকে ও নদীতে ভেসে আসা গাছের শিকড় সংগ্রহ করে চেয়ার, টি-টেবিল, শো-পিস, ফুলদানিসহ নানা ধরনের আসবাব তৈরি করেন লাল পিয়ান সাং।

এসব হস্তশিল্প ঢাকার বাণিজ্য মেলাসহ বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন তিনি। বান্দরবানের রুমা উপজেলার দূর্গম মুনলাই পাড়ায় লাল পিয়ান সাংয়ের বসবাস।

বাড়ির আঙ্গিনায় প্রায় তিন বছর ধরে এই ধরনের শিল্পকর্ম তৈরি করছেন লাল পিয়ান। আর এসব সৌখিন জিনিসপত্র ২থেকে ৫হাজার টাকারও বেশি দামে বিক্রি করছেন তিনি।

কৃষিকাজের পাশাপাশি গাছের শিকড়ের আসবাবপত্র তৈরিতে সহায়তা করছেন তার ছোট ভাইয়েরা।

এদিকে পাহাড়ি কারুশিল্পের প্রচার ও প্রসারে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তা।

উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে গাছের শিকড় দিয়ে আরো টেকসই ও উন্নত আসবাব-সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি