ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

গাজীপুর সিটি নির্বাচনে সুষ্ঠু করতে প্রশাসন তৎপর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৪৮, ১১ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসন তৎপর। সন্ত্রাস-চাঁদাবাজিসহ অপরাধ দমনে সতর্ক রয়েছে পুলিশ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর ভোটারদেরও প্রত্যাশা, নির্বাচনকালীন শহরের আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ থাকবে।

ভোটের হাওয়া বইছে গাজীপুর সিটি কর্পোরেশনে; উৎসাহ-উদ্দীপনা ভোটারদের মাঝে।

নির্বিঘেœ ভোট দিতে নির্বাচনের সময়টায় নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে- এমন প্রত্যাশা ভোটারদের।

নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশিরও দাবি তাদের।

সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ ও অবাধ পরিবেশ তৈরিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ প্রশাসন।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাধারণ ভোটার, সমর্থক ও প্রার্থীরা যাতে নির্বিঘেœ নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা।

আয়তনের দিক থেকে বৃহৎ এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ১১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। ভোট কেন্দ্র ৪৩০টি; সাধারণ ওয়ার্ড ৫৭টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৯টি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি